ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আবারো হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করার অভিযোগ, আন্দোলনে সাধারন জনগণ

গত শুক্রবার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে বিপলব চন্দ্র সুভ সামাজিক মাধ্যম ফেসবুকে হজরত মুহাম্মদ সাঃ ও বিবি ফাতেমাকে সহ মহান আল্লাহ কে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে তার ফেসবুক আইডি “Biplob Chandra Shuvo” থেকে তার কয়েক জন মুসলিম বন্ধুদের কাছে আল্লাহ ও মহানবী সহ বিবি ফাতেমাকে অরুচিপূর্ন খারাপ ভাষায় গালমন্দ করে।পরে তার বন্ধুগন সেটিকে বিভিন্ন পদ্ধতিতে সামাজিক মাধ্যমে প্রচার করে।

একপর্যায়ে এই বিষয়টি সকলের মাঝে জানাজানি হয়।এবং খোঁদা ভীরু আস্তিকরা তার চরম নিন্দা প্রকাশ করে ও বিভিন্ন ভাবে আন্দোলন করে।ফেসবুকে গড়ে উঠে প্রতিবাদের ঝড়।
এমন অবস্থায় বিপলব শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় তার আইডি হ্যাক করা হয়েছে বলে জানান।পরবর্তীতে পুলিশ মূল বিষয়টি তদন্তের জন্য বিপ্লবকে তাদের হেফাজতে রাখেন।

Tag :

নারায়ণগঞ্জ অচল হলে দেশের অর্থনীতি অচল হয়ে যাবে : দিপু ভূইয়া

আবারো হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করার অভিযোগ, আন্দোলনে সাধারন জনগণ

Update Time : ০৭:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯

গত শুক্রবার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে বিপলব চন্দ্র সুভ সামাজিক মাধ্যম ফেসবুকে হজরত মুহাম্মদ সাঃ ও বিবি ফাতেমাকে সহ মহান আল্লাহ কে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে তার ফেসবুক আইডি “Biplob Chandra Shuvo” থেকে তার কয়েক জন মুসলিম বন্ধুদের কাছে আল্লাহ ও মহানবী সহ বিবি ফাতেমাকে অরুচিপূর্ন খারাপ ভাষায় গালমন্দ করে।পরে তার বন্ধুগন সেটিকে বিভিন্ন পদ্ধতিতে সামাজিক মাধ্যমে প্রচার করে।

একপর্যায়ে এই বিষয়টি সকলের মাঝে জানাজানি হয়।এবং খোঁদা ভীরু আস্তিকরা তার চরম নিন্দা প্রকাশ করে ও বিভিন্ন ভাবে আন্দোলন করে।ফেসবুকে গড়ে উঠে প্রতিবাদের ঝড়।
এমন অবস্থায় বিপলব শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় তার আইডি হ্যাক করা হয়েছে বলে জানান।পরবর্তীতে পুলিশ মূল বিষয়টি তদন্তের জন্য বিপ্লবকে তাদের হেফাজতে রাখেন।