ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিক ৩ ও এম ভি আমীর লঞ্চ পানিতে পিষে মারল এক বৃদ্ধ কে

চাঁদপুর শরীয়তপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মানিক 3 এবং ঢাকা নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লঞ্চ থেকে যাত্রী ছিটকে পড়ে যায় প্রচন্ড ভিড়ে মোহনপুর লঞ্চঘাট এর সামনে এসময় অপর দিক থেকে আসা মানিক 3 লঞ্চটি ওই যাত্রী টি কে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যেয়ে পানিতে পড়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে দ্রুত সময়ে পালিয়ে যায় লঞ্চ মানিক 3 এলাকাবাসী লঞ্চ  এখনো আটক করতে পারেনি এলাকাবাসীর দাবি প্রশাসনের সার্বিক সহযোগিতা যেন দ্রুত সময়ে লঞ্চ থেকে আটক করা হয়।

আনুমানিক ১১ টার সময় শরীয়তপুর টু ঢাকা গামী মানিক ৩ এবং চাঁদপুর টু নারায়ণগঞ্জ গামী এম ভি আমির লঞ্চ এক সাথে এক সময় মোহনপুর ঘাটে ভিড়ার সময় চাঁদপুর টু নারায়ণগঞ্জ গামী লঞ্চ এম ভি আমিরের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথে মৃত্যু বরন করে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নিহত ব্যক্তির গ্রামের বাড়ি মিলার গ্রামে, নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক 50 থেকে 60 বছর,নিহত ব্যক্তি মোহনপুরের বাবু তপদারের এর চাচা শশুর।

তার নিজের বাড়ী মিলার চর

 

মোহনপুর লঞ্চ ঘাটে মানিক ৩ ও চাঁদপুর টু নারায়ণগঞ্জ লাইনের লঞ্চের ধাক্কায় একজন নিহত।

 

প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার

Tag :

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ

মানিক ৩ ও এম ভি আমীর লঞ্চ পানিতে পিষে মারল এক বৃদ্ধ কে

Update Time : ০১:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯

চাঁদপুর শরীয়তপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মানিক 3 এবং ঢাকা নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লঞ্চ থেকে যাত্রী ছিটকে পড়ে যায় প্রচন্ড ভিড়ে মোহনপুর লঞ্চঘাট এর সামনে এসময় অপর দিক থেকে আসা মানিক 3 লঞ্চটি ওই যাত্রী টি কে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যেয়ে পানিতে পড়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে দ্রুত সময়ে পালিয়ে যায় লঞ্চ মানিক 3 এলাকাবাসী লঞ্চ  এখনো আটক করতে পারেনি এলাকাবাসীর দাবি প্রশাসনের সার্বিক সহযোগিতা যেন দ্রুত সময়ে লঞ্চ থেকে আটক করা হয়।

আনুমানিক ১১ টার সময় শরীয়তপুর টু ঢাকা গামী মানিক ৩ এবং চাঁদপুর টু নারায়ণগঞ্জ গামী এম ভি আমির লঞ্চ এক সাথে এক সময় মোহনপুর ঘাটে ভিড়ার সময় চাঁদপুর টু নারায়ণগঞ্জ গামী লঞ্চ এম ভি আমিরের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথে মৃত্যু বরন করে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নিহত ব্যক্তির গ্রামের বাড়ি মিলার গ্রামে, নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক 50 থেকে 60 বছর,নিহত ব্যক্তি মোহনপুরের বাবু তপদারের এর চাচা শশুর।

তার নিজের বাড়ী মিলার চর

 

মোহনপুর লঞ্চ ঘাটে মানিক ৩ ও চাঁদপুর টু নারায়ণগঞ্জ লাইনের লঞ্চের ধাক্কায় একজন নিহত।

 

প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার