
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হাসপাতালের ডাস্টবিন থেকে অন্তত ৩০ মানব ভ্রূণ উদ্ধার।
বিকলাঙ্গ শিশুদের মৃতদেহ উদ্ধার।
রক্ষিত মানবদেহের অঙ্গ পতঙ্গ গুলো কলেজের ল্যাব এ ব্যবহার হতো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে বরিশালের পুলিশ কমিশনার জানিয়েছেন।
এবং বরিশালের সাধারন জনগনের একটাই কথা হাসপাতালে ল্যাব এর কাজে ব্যবহৃত মৃত শিশু বাচ্চা গুলোকে কেন এভাবে ফেলা হলো ডাস্টবিনে?
ঘটনার তদন্ত করে হত্যা হয়ে থাকে তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যদি অপরাধ প্রমাণিত হয়।
রিপোর্টার তানজির আহম্মেদ সানি তপদার
 
																			 প্রতিবেদকের নাম
																প্রতিবেদকের নাম								 


















