বেআইনি ভাবে মৎস শিকারে ভোলা ভেদুরিয়া থেকে মঙ্গল বার আবারো চার জেলে আটক।

বেআইনি ভাবে মৎস শিকারে ভোলা ভেদুরিয়া থেকে মঙ্গল বার আবারো চার জেলে আটক।

মো.সাইফুল ইসলাম#ভোলা: মৎস অভিজানের আর মাত্র ৫ দিন বাকি।শেষ মূহুর্তে আজ ভোলায় মৎস শিকার করে ৪ জেলে আটক হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। তা উপেক্ষা করে আজ মঙ্গল বার ৪ জন জেলে ভোলা_ভেদুরিয়ার তেতুলিয়া নদীতে বেআইনি ভাবে মাছ ধরার সময় ভ্রাম্মমান কোষ্টগার্ডের হাতে ধরা পরে। তাদের কে অনেক কারেন্ট জাল ও মাছ সহ জব্দ করা হয়। ঘাটে পৌছে কারেন্ট জালে আগুনে পুরিয়ে দেওয়া হয়।পরে জব্দকৃত মাছ গরিবদের মাঝে বিতরন করে দেওয়া হয়। পরে ভ্রাম্মমান আদালত তাদেরকে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দোয় । পরে তাদের কে কোষ্টগার্ডের গাড়িতে করে ভোলা থানায় পাঠানো হয়। কোষ্টগার্ডের কর্মকর্তারা জানান ৫ দিন কেন? ১দিন বাকি থাকলেও তাদের অভিজানের কোন নড়চড় হবে না। তারা তাদের কর্তব্য পালন করে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!