Dhaka 3:10 am, Wednesday, 16 July 2025

মির্জাপুরে দুই ভাই মিলে বৃদ্ধা মাকে পিটিয়ে জখম, ধামাচাপা দেয়ার চেষ্টা

আশরাফুল সিকদার, চীফ রিপোর্টার :

মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল চানু মার্কেট এলাকায় ৬০ বছর বয়সের এক বৃদ্ধা মাকে পিটিয়ে জখম করেছে তার দুই ছেলে।

আজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ছেলেরা হলেন জংগু (৪০) ও জামান (৩৮)।তারা ওই এলাকার মো: মতি মিয়ার ছেলে। বৃদ্ধা মা জয়গন বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে আমাকে আমার ছেলেরা মাঝে মধ্যেই মারধর করেন।আমি কোন বিচার পাই না।আজকে মারধর করছে এটার বিচারও হবে না। আমি আল্লাহর কাছে বিচার দিছি।

সরেজমিনে গেলে জানা যায়, মাঝে মধ্যেই এরকম মারধর করেন তার ছেলেরা।কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তিরা আগের মারধরও ধামাচাপা দিয়েছেন, এটাও ধামাচাপা দিয়ে দিবেন।

বৃদ্ধা মায়ের নাতীন বলেন, আমার চাচা দাদীর এক হাত ধরে সাড়া শরীরেই লাঠি দিয়ে পিটিয়েছে।

দুই ছেলে জংগু ও জামানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেষ খবর বিকাল ৬ টা পর্যন্ত ওই বৃদ্ধা মাকে কোন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় নি এবং কোথাও কোন অভিযোগ দায়ের করেন নি।বর্তমানে ওই বৃদ্ধা মা তালতলা এলাকার কায়েম উদ্দিন নামের এক ব্যাক্তির বাড়িতে অবস্থান করছে।

এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যাবস্থা আইন অনুযায়ী নেব।

Tag :

সোনারগাঁয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

মির্জাপুরে দুই ভাই মিলে বৃদ্ধা মাকে পিটিয়ে জখম, ধামাচাপা দেয়ার চেষ্টা

Update Time : 08:00:18 অপরাহ্ন, মঙ্গলবার, 12 এপ্রিল 2022

আশরাফুল সিকদার, চীফ রিপোর্টার :

মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল চানু মার্কেট এলাকায় ৬০ বছর বয়সের এক বৃদ্ধা মাকে পিটিয়ে জখম করেছে তার দুই ছেলে।

আজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ছেলেরা হলেন জংগু (৪০) ও জামান (৩৮)।তারা ওই এলাকার মো: মতি মিয়ার ছেলে। বৃদ্ধা মা জয়গন বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে আমাকে আমার ছেলেরা মাঝে মধ্যেই মারধর করেন।আমি কোন বিচার পাই না।আজকে মারধর করছে এটার বিচারও হবে না। আমি আল্লাহর কাছে বিচার দিছি।

সরেজমিনে গেলে জানা যায়, মাঝে মধ্যেই এরকম মারধর করেন তার ছেলেরা।কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তিরা আগের মারধরও ধামাচাপা দিয়েছেন, এটাও ধামাচাপা দিয়ে দিবেন।

বৃদ্ধা মায়ের নাতীন বলেন, আমার চাচা দাদীর এক হাত ধরে সাড়া শরীরেই লাঠি দিয়ে পিটিয়েছে।

দুই ছেলে জংগু ও জামানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেষ খবর বিকাল ৬ টা পর্যন্ত ওই বৃদ্ধা মাকে কোন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় নি এবং কোথাও কোন অভিযোগ দায়ের করেন নি।বর্তমানে ওই বৃদ্ধা মা তালতলা এলাকার কায়েম উদ্দিন নামের এক ব্যাক্তির বাড়িতে অবস্থান করছে।

এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যাবস্থা আইন অনুযায়ী নেব।