ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে “এম এস সোনারগাঁ অয়েল মিলস” এর শুভ উদ্বোধন

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে কাজহরদী এলাকায় এম এস সোনারগাঁ অয়েল মিলস উদ্ধোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অয়েল মিলটি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা আবুল কাসেম । তার আগে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফিনিঙ্-সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম আশরাফ মেম্বার, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃরহিম ও শরিফ, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল, মাওলানা রহমত উল্লাহ বোখারী, আবুল হোসেন আবু নাঈম,মো মাজারুল,হিরুন বাদশা,মোঃশাহজালাল,সানাউল্লাহ হিমেল,মোঃশরীফ মোঃনাসির ও রমজান প্রমুখ।

এম এস সোনারগাঁ অয়েল মিলস এর ব্যবস্থাপনা পরিচালক এর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন,”দেশের শিল্প উন্নয়নের বিকাশে এ ধরণের উদ্যোগ প্রশংসনিয়,কাজহরদী এরূপ অত্যাধুনিক অয়েল মিলস চালু হওয়ায় বিশেষ করে এ অঞ্চলের মানুষসহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে।”

Tag :

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে “এম এস সোনারগাঁ অয়েল মিলস” এর শুভ উদ্বোধন

Update Time : ০৬:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে কাজহরদী এলাকায় এম এস সোনারগাঁ অয়েল মিলস উদ্ধোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অয়েল মিলটি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা আবুল কাসেম । তার আগে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফিনিঙ্-সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম আশরাফ মেম্বার, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃরহিম ও শরিফ, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল, মাওলানা রহমত উল্লাহ বোখারী, আবুল হোসেন আবু নাঈম,মো মাজারুল,হিরুন বাদশা,মোঃশাহজালাল,সানাউল্লাহ হিমেল,মোঃশরীফ মোঃনাসির ও রমজান প্রমুখ।

এম এস সোনারগাঁ অয়েল মিলস এর ব্যবস্থাপনা পরিচালক এর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন,”দেশের শিল্প উন্নয়নের বিকাশে এ ধরণের উদ্যোগ প্রশংসনিয়,কাজহরদী এরূপ অত্যাধুনিক অয়েল মিলস চালু হওয়ায় বিশেষ করে এ অঞ্চলের মানুষসহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে।”