ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এ কেমন রাস্তা, দেখার মত কি কেউ নেই? | সকালবিডি ২৪ ডট কম

সনমান্দী, প্রেমের বাজার থেকে পানাম হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ যাওয়া আসা করে প্রতিদিন লক্ষাধিক লোকজন।

বিগত তিনমাস ধরে প্রেমের বাজার থেকে পানাম যাওয়ার রাস্তা এতটাই বেহাল দশা হয়েছে যে সম্পুর্ন রাস্তা ভাঙ্গাচুরা ও খানাখন্দে ভরা। তার পরেও যেন দেখার মতো কেউ নেই, সনমান্দী মশুরাকান্দা, প্রেমেরবাজার হামসাদী, গোপেরবাগ, বড়াইকান্দী সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই দীর্ঘ ভোগান্তিতে অতিষ্ট।
এমন বেহাল দশা রাস্তায় চলাচলের জন্য বৃদ্ধ, শিশু ও গর্ভবতীদের জন্য জীবনের রিস্ক নিয়ে যেতে হচ্ছে মোগড়াপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে।

এই দিকে সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে ৫টাকা। সিএনজি ড্রাইভাররা বলে তারা প্রেমের বাজার থেকে রাইজদিয়ে হয়ে আমিনপুর দিয়ে ঘুরে যেতে হয়,
এমন্ত অবস্থায় এই অঞ্চালের বেশিরভাগ খেটে খাওয়া মানুষের উপর যেন মরার উপর খাড়ারঘাঁ হয়ে উপরে পরছে।

এলাকাবাসীর দাবী খুব দ্রুত যেন জনপ্রতিনিধিরা রাস্তায় মেরামত করে চলার মতো উপযোগী করে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোগীদের শতভাগ সেবা নিশ্চিতে নিরলস কাজ করছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল আমিন।

এ কেমন রাস্তা, দেখার মত কি কেউ নেই? | সকালবিডি ২৪ ডট কম

Update Time : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০

সনমান্দী, প্রেমের বাজার থেকে পানাম হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ যাওয়া আসা করে প্রতিদিন লক্ষাধিক লোকজন।

বিগত তিনমাস ধরে প্রেমের বাজার থেকে পানাম যাওয়ার রাস্তা এতটাই বেহাল দশা হয়েছে যে সম্পুর্ন রাস্তা ভাঙ্গাচুরা ও খানাখন্দে ভরা। তার পরেও যেন দেখার মতো কেউ নেই, সনমান্দী মশুরাকান্দা, প্রেমেরবাজার হামসাদী, গোপেরবাগ, বড়াইকান্দী সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই দীর্ঘ ভোগান্তিতে অতিষ্ট।
এমন বেহাল দশা রাস্তায় চলাচলের জন্য বৃদ্ধ, শিশু ও গর্ভবতীদের জন্য জীবনের রিস্ক নিয়ে যেতে হচ্ছে মোগড়াপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে।

এই দিকে সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে ৫টাকা। সিএনজি ড্রাইভাররা বলে তারা প্রেমের বাজার থেকে রাইজদিয়ে হয়ে আমিনপুর দিয়ে ঘুরে যেতে হয়,
এমন্ত অবস্থায় এই অঞ্চালের বেশিরভাগ খেটে খাওয়া মানুষের উপর যেন মরার উপর খাড়ারঘাঁ হয়ে উপরে পরছে।

এলাকাবাসীর দাবী খুব দ্রুত যেন জনপ্রতিনিধিরা রাস্তায় মেরামত করে চলার মতো উপযোগী করে দেন।