সোনারগাঁয়ে ১৬ আগষ্ট থেকে নতুন ভোটার হাল নাগাদ কার্যক্রম শুরু

সকালবিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম: আসছে ১৬ আগষ্ট থেকে সোনারগাঁও উপজেলার নতুন ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হবে। চলবে আগামী সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পযর্ন্ত অথাৎ আগামী ১৬ তারিখ থেকে একুশ দিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।

যারা ২০০৭ সালে জন্মগ্রহণ করেছেন তাদের এ তালিকায় আনা হবে। বাড়ি বাড়ি গিয়ে এ হালনাগাদের কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নতুন ভোটার হতে হলে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে নির্বাচন কমিশনের কর্মচারীদের নিকট।

আসছে ১৬ আগষ্ট থেকে সোনারগাঁও উপজেলার নতুন ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হবে।

১। অনলাইন জন্ম নিবন্ধন কপি।

২। পিতা / মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ অথবা মৃত্যুর সাল উল্লেখসহ মেয়র, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

৩। স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি (স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি না থাকলে বিয়ের কাবিননামা জমা দিতে হবে) এবং (স্বামী-স্ত্রীর মৃত হলে মৃত্যু সনদ অথবা মৃত্যুর সাল উল্লেখসহ মেয়র, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

৪। নাগরিক সনদপত্র ( মূলকপি )।

৫। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ( পিএসসি / জেএসসি / এসএসসি সনদপত্রের কপি ) প্রযোজ্য ক্ষেত্রে।

৬। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ / গ্যাস / পানি / টেলিফোন বিল / পৌরকর / চৌকিদারী রশিদ / হোল্ডিং ট্যাক্স রশিদের কপি )।

৭। পাসপোর্টের কপি (যদি থাকে)।

৮। দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ। মৃত ভোটারের ক্ষেত্রে মৃত্যু সনদ | প্রত্যয়ন পত্র জমা দিয়ে ভোটার তালিকা হতে নাম কর্তন করতে হবে।

ভোটার স্থানান্তরের জন্য অফিস হতে ফরম সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদীসহ অফিসেই জমা দিতে হবে।

উল্লেখ্য: বাংলাদেশ নির্বাচন কমিশন এর আইন অনুযায়ী দুইবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!