কোয়ালকম নতুন ফ্ল্যাগশিপ চিপসেট

নতুন ৫জি চিপসেট উন্মোচন করল কোয়ালকম । আগামী বছর শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটের মাধ্যমে একাধিক স্মার্টফোনে ৫জি কানেক্টিভিটি পৌঁছে যাবে।

মঙ্গলবার হাওয়াই দ্বীপে এক ইভেন্টে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট লঞ্চ করেছে কোয়ালকম। এই চিপসেটের মাধ্যমে ৫জি নেটওয়ার্কের তুলনায় ৫০ থেকে ১০০ গুণ দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে।

বিশ্বের এক নম্বর মোবাইল চিপসেট প্রস্তুতকারী সংস্থা কোয়ালকম। স্ন্যাপড্রাগন ৮৫৫ লঞ্চের সময় কোয়ালকম জানিয়েছে ২০১৯ সালের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে ভেরিজোন ও স্যামসাং একসাথে মিলে প্রথম ৫জি স্মার্টফোন নিয়ে আসবে।

স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটে থাকবে কোম্পানির চতুর্থ জেনারেশানের মাল্টিকোর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন। আগের ভেরিজোনারেশানের মোবাইল চিপসেটের তুলনায় তিন গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫।

 

রিপোর্টার তানজির আহম্মেদ সানি তপদার

01515687900

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!