ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)আসনের ধানের শীষের প্রার্থীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ করেছে বিএনপি। সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়ার বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ড. জালাল উদ্দিন বলেন,‘১৪ ডিসেম্বর শুক্রবার আমি বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করতে আসলে আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে আমার ৩০ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ১১ জনকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে পুলিশি নিরাপত্তার নামে আমি নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে আছি। আমার বাড়ির চারদিকে পুলিশ রয়েছে। দলীয় কোনও নেতাকর্মীকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশি আতঙ্কের কারণে আমার নেতাকর্মীরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি পুলিশ আমাকে এই বন্দিদশা থেকে বের হতে না দেয়, তবে আমি আমার নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো। এ ক্ষেত্রে কিছু হলে সব দায় দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে।’

সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

 

Tag :

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ

Update Time : ০৮:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)আসনের ধানের শীষের প্রার্থীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ করেছে বিএনপি। সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়ার বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ড. জালাল উদ্দিন বলেন,‘১৪ ডিসেম্বর শুক্রবার আমি বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করতে আসলে আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে আমার ৩০ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ১১ জনকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে পুলিশি নিরাপত্তার নামে আমি নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে আছি। আমার বাড়ির চারদিকে পুলিশ রয়েছে। দলীয় কোনও নেতাকর্মীকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশি আতঙ্কের কারণে আমার নেতাকর্মীরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি পুলিশ আমাকে এই বন্দিদশা থেকে বের হতে না দেয়, তবে আমি আমার নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো। এ ক্ষেত্রে কিছু হলে সব দায় দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে।’

সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।