টাঙ্গাইল নাগরপুরে ১ যুগ পর বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

কবির হোসেন | টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সার ও জালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোড শেডিং, গণ পরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭ আগষ্ট, রোজ- শনিবার) সকালে নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে সমাবেশে মিলিত হন। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবির পরিচলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক আতোয়ার রহমান জিন্নাহ্।

সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য নুর মোহাম্মদ খান, উপজেলা বিএনপির সদস্য রবিউল আওয়াল লাভলু, ঢাকা উত্তর জাসাসের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী, আবুল কালাম আজাদ, খন্দকার ওয়াহিদ মুরাদ, মো. রফিজ উদ্দিন, সদস্য শরিফুল ইসলাম আরজু, সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!