Dhaka 1:58 am, Wednesday, 16 July 2025

ডিএসসিসি নির্বাচনের মনোনয়ন ফরম কিনেছেন নজিবুল্লাহ হিরু

অনলাইন ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নজিবুল্লাহ হিরু।তিনি দলটির আইন বিষয়ক সম্পাদক।

আজ শুক্রবার সকালে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিকেলে তার ফরম জমা দেয়ার কথা রয়েছে।

এদিকে, ডিএসসিসি নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে অঝোরে কেঁদেছেন মেয়র সাঈদ খোকন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাঈদ খোকন বলেন, আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার অভিভাবক। তার প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে। আমার প্রিয় নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।

এর আগে ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর এ রাজনীতি জমে ওঠে।

Tag :

সোনারগাঁয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

ডিএসসিসি নির্বাচনের মনোনয়ন ফরম কিনেছেন নজিবুল্লাহ হিরু

Update Time : 07:18:45 অপরাহ্ন, শুক্রবার, 27 ডিসেম্বর 2019

অনলাইন ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নজিবুল্লাহ হিরু।তিনি দলটির আইন বিষয়ক সম্পাদক।

আজ শুক্রবার সকালে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিকেলে তার ফরম জমা দেয়ার কথা রয়েছে।

এদিকে, ডিএসসিসি নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে অঝোরে কেঁদেছেন মেয়র সাঈদ খোকন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাঈদ খোকন বলেন, আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার অভিভাবক। তার প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে। আমার প্রিয় নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।

এর আগে ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর এ রাজনীতি জমে ওঠে।