সনমান্দী ইউপি ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মাজহারুল ইসলাম পেলেন ফুটবল মার্কা

Update Time : 03:19:54 অপরাহ্ন, শনিবার, 13 নভেম্বর 2021

আসন্ন ২৮ শে নভেম্বর ৩য় ধাপে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সনমান্দী ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাজাহারুল ইসলাম পেলেন ফুটবল মার্কা।

তিনি মার্কা পাওয়ার পর বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আল্লাহ্ র রহমতে আমি ফুটবল মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হবো। আমি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর থাকবো।

আমি নির্বাচিত হলে সনমান্দী ৫নং ওয়ার্ডকে কীভাবে একটি মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করা যায়, সেদিকে লক্ষ্য রাখবো এবং সনমান্দী ৫নং ওয়ার্ডে অসমাপ্ত কাজ গুলির প্রতি আমার বিশেষ নজর থাকবে। অবশেষে তিনি সনমান্দী ৫নং ওয়ার্ডের ভোটারদের কে তার পাশে থেকে ভোটাধিকারের মাধ্যমে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান।