সোনারগাঁয়ে মাহফুজুর রহমান কালাম বিজয়ী হওয়ায় জামপুর ইউনিয়নে বিজয় মিছিল

By | মে 24, 2024

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে মাহফুজুর রহমান কালাম বিজয়ী হওয়ায় জামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের বুরুমদী এলাকায় বিজয় মিছিল করেন।

২৪ মে শুক্রবার বিকেলে ঢাকা বৃহত্তর যুব আইনজীবী কল্যান সমিতির সহ সভাপতি ও আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহাজাদা ভুঁইয়া এর নেতৃত্বে বুরুমদী এলাকায় ঢাক ঢোল বাজিয়ে আনন্দ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাছুম ভুঁইয়া, মোঃ আরিফ ভুঁইয়া, যুবলীগ নেতা মামুন ভুঁইয়া, নয়ন প্রমুখ।

এ সময় এডভোকেট শাহাজাদা ভুঁইয়া বলেন, সোনারগাঁয়ে একটি অবাধ সুষ্ঠু পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে মাহফুজুর রহমান কালাম বিজয়ী হয়েছেন। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে মাহফুজুর রহমান কালাম সকলের সাথে মিলেমিশে কাজ করে যাবেন এবং সোনারগাঁয়ের সাধারণ জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিবেন। আমরা সকলে তার জন্য দোয়া কামনা সুস্থতা কামনা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।