ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক্তন” কে ক্ষমা করার দিন আজ,,,

নিউজ ডেস্কঃ

সাবেক’কে ক্ষমা করে দেওয়ার দিন শনিবার (১৭ অক্টোবর)। ২০১৮ সাল থেকে যাত্রা শুরু হয় বিচিত্র এ দিবসটির। ওই বছর থেকেই ১৭ অক্টোবর পালিত হয়ে আসছে ‘সাবেক’কে ক্ষমা করে দেয়ার দিন হিসেবে।

সব বাধা উপেক্ষা করে যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন। যে চলে যাবার তাকে কখনই বাধা দিয়ে আটকে রাখা যায় না। তবে চলে যাওয়া সে ব্যক্তিকে মনে করতে পারেন আজকের এই দিনে। মনের যত অভিযোগ, ঘৃণা, কষ্ট অথবা ক্ষোভ সব ভুলে মাফ করে দিন আপনার সে সাবেককে।

চলে যাওয়া সাবেক প্রিয়জনকে নিয়ে নানা অভিযোগ থাকে প্রায় সবারই। জিজ্ঞাসা থাকে, কেন ছেড়ে চলে গেল সে? অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ, প্রবল ঘৃণা, ক্ষমাহীন ক্ষোভ ও মনে কষ্ট। কিন্তু তাই বলে কি তাকে ক্ষমা করে দেয়া যাবে না?

অতীতের ফেলে আসা সব অভিমান ভুলে আজকের এই দিনে ক্ষমা করে দিন সাবেক’কে। নিজের অতীত ভুলে সামনের দিকে পা বাড়ান। নিঃশর্ত ক্ষমাই হতে পারে আজকের দিনের সবচেয়ে বড় মহত্বের প্রকাশ।

Tag :

তারেক রহমান আমাকে নির্দিষ্ট কিছু বার্তা দিয়েছেন- রাজীব

প্রাক্তন” কে ক্ষমা করার দিন আজ,,,

Update Time : ১০:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

নিউজ ডেস্কঃ

সাবেক’কে ক্ষমা করে দেওয়ার দিন শনিবার (১৭ অক্টোবর)। ২০১৮ সাল থেকে যাত্রা শুরু হয় বিচিত্র এ দিবসটির। ওই বছর থেকেই ১৭ অক্টোবর পালিত হয়ে আসছে ‘সাবেক’কে ক্ষমা করে দেয়ার দিন হিসেবে।

সব বাধা উপেক্ষা করে যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন। যে চলে যাবার তাকে কখনই বাধা দিয়ে আটকে রাখা যায় না। তবে চলে যাওয়া সে ব্যক্তিকে মনে করতে পারেন আজকের এই দিনে। মনের যত অভিযোগ, ঘৃণা, কষ্ট অথবা ক্ষোভ সব ভুলে মাফ করে দিন আপনার সে সাবেককে।

চলে যাওয়া সাবেক প্রিয়জনকে নিয়ে নানা অভিযোগ থাকে প্রায় সবারই। জিজ্ঞাসা থাকে, কেন ছেড়ে চলে গেল সে? অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ, প্রবল ঘৃণা, ক্ষমাহীন ক্ষোভ ও মনে কষ্ট। কিন্তু তাই বলে কি তাকে ক্ষমা করে দেয়া যাবে না?

অতীতের ফেলে আসা সব অভিমান ভুলে আজকের এই দিনে ক্ষমা করে দিন সাবেক’কে। নিজের অতীত ভুলে সামনের দিকে পা বাড়ান। নিঃশর্ত ক্ষমাই হতে পারে আজকের দিনের সবচেয়ে বড় মহত্বের প্রকাশ।