ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কবি আহসান হাবীব এর জন্মদিন আজ

সুমনা আক্তার ঃ

অাধুনিক কাব্যসাহিত্যের অন্যতম খ্যাতিমান কবি আহসান হাবীব এর ১০৪ তম জন্মদিন অাজ। ১৯১৭ সালের অাজকের এই দিনে (২ রা জানুয়ারি) পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করে।
কলকাতায় তিনি প্রথম তার সাহিত্য চর্চা শুরু করেন। ৪০ দশকের পূর্ব বাংলায় অাধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ ও কিংবদন্তি কবি সাহিত্য সম্পাদক তিনি। কলেজের প্রথম বর্ষে পড়ার সময় ই কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকায় তার কবিতা স্থান পায়। সেখানে তিনি দৈনিক তকবীর,মাসিক বুলবুল, ও সওগাত পত্রিকায় কাজ করেন। কলকাতার বিভিন্ন সাময়িকিতে লিখতেন অাহসান হাবীব।
দেশভাগের পরেও তিনি সাংবাদিকতায় রত ছিলেন। ১৯৪৭ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ রাত্তিশেষ।
১৯৫০ সালে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করতে শুরু করেন। দৈনিক অাজাদ,মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ- পত্রিকার সাথে যুক্ত ছিলেন তিনি।
অাহসান হাবীব ইউনেস্কো সাহিত্য পুরষ্কার ও একাডেমিক পুরষ্কার, অাদমজি পুরষ্কার,একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন।
তিনি ৬৮ বছর বয়সে ১৯৮৫ সালের ১০ ই জুলাই ঢাকায় মারা যান

Tag :

নারায়ণগঞ্জ অচল হলে দেশের অর্থনীতি অচল হয়ে যাবে : দিপু ভূইয়া

কবি আহসান হাবীব এর জন্মদিন আজ

Update Time : ০৪:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২০

সুমনা আক্তার ঃ

অাধুনিক কাব্যসাহিত্যের অন্যতম খ্যাতিমান কবি আহসান হাবীব এর ১০৪ তম জন্মদিন অাজ। ১৯১৭ সালের অাজকের এই দিনে (২ রা জানুয়ারি) পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করে।
কলকাতায় তিনি প্রথম তার সাহিত্য চর্চা শুরু করেন। ৪০ দশকের পূর্ব বাংলায় অাধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ ও কিংবদন্তি কবি সাহিত্য সম্পাদক তিনি। কলেজের প্রথম বর্ষে পড়ার সময় ই কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকায় তার কবিতা স্থান পায়। সেখানে তিনি দৈনিক তকবীর,মাসিক বুলবুল, ও সওগাত পত্রিকায় কাজ করেন। কলকাতার বিভিন্ন সাময়িকিতে লিখতেন অাহসান হাবীব।
দেশভাগের পরেও তিনি সাংবাদিকতায় রত ছিলেন। ১৯৪৭ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ রাত্তিশেষ।
১৯৫০ সালে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করতে শুরু করেন। দৈনিক অাজাদ,মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ- পত্রিকার সাথে যুক্ত ছিলেন তিনি।
অাহসান হাবীব ইউনেস্কো সাহিত্য পুরষ্কার ও একাডেমিক পুরষ্কার, অাদমজি পুরষ্কার,একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন।
তিনি ৬৮ বছর বয়সে ১৯৮৫ সালের ১০ ই জুলাই ঢাকায় মারা যান