ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘাসফুল প্রকাশনীর সাথে চুক্তিবদ্ধ হলেন তরুণ লেখক মানজুলুল হক

ঘাসফুল প্রকাশনীর সাথে চুক্তিবদ্ধ হলেন তরুণ লেখক মানজুলুল হক

  1. নিজস্ব প্রতিবেদক:জনপ্রিয় বই প্রকাশনী ‘ঘাসফুল’এর সাথে চুক্তিবদ্ধ হলেন উদীয়মান তরুণ লেখক মানজুলুল হক। ঘাসফুল প্রকাশনী থেকে আগামী একুশে গ্রন্থমেলা ২০২২ এ আসছে মানজুলুল হকের দ্বিতীয় বই ও প্রথম উপন্যাস ‘তবুও সন্ধ্যা’। প্রথম উপন্যাস নিয়ে বেশ আশাবাদী তিনি।

শুক্রবার(৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঝিগাতলায় ‘Nerdy Bean’কফি হাউজে ঘাসফুল প্রকাশনীর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মানজুলুল হক।

চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাসফুল প্রকাশনীর প্রকাশক মাহদী আনাম,ঘাসফুল প্রকাশনীর কর্নধার আদিবা নুসরাত ও তরুণ লেখক রাব্বি হোসেন।

প্রথম উপন্যাস ‘তবুও সন্ধ্যা’বই নিয়ে মানজুলুল হক বলেন, উপন্যাসটি আমার লেখা প্রথম উপন্যাস। আমি অনেক আশাবাদী বইটি নিয়ে। ইনশাআল্লাহ পাঠকপ্রিয় হবে বইটি। শুভাকাঙ্খীদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।

তিনি আরও বলেন, ঘাসফুল প্রকাশনীর প্রকাশক মাহদী আনাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ বইটি প্রকাশের সুযোগ দেয়ার জন্য।

উল্লেখ্য, লেখক মানজুলুল হকের প্রথম কাব্যগ্রন্থ ‘এবং একটি চন্দ্র’ বইমেলা২০২১ এ একই প্রকাশনী থেকে বের হয়। এবং বইটি বেশ পাঠকপ্রিয়তা অর্জন।

Tag :

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

ঘাসফুল প্রকাশনীর সাথে চুক্তিবদ্ধ হলেন তরুণ লেখক মানজুলুল হক

Update Time : ১০:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

ঘাসফুল প্রকাশনীর সাথে চুক্তিবদ্ধ হলেন তরুণ লেখক মানজুলুল হক

  1. নিজস্ব প্রতিবেদক:জনপ্রিয় বই প্রকাশনী ‘ঘাসফুল’এর সাথে চুক্তিবদ্ধ হলেন উদীয়মান তরুণ লেখক মানজুলুল হক। ঘাসফুল প্রকাশনী থেকে আগামী একুশে গ্রন্থমেলা ২০২২ এ আসছে মানজুলুল হকের দ্বিতীয় বই ও প্রথম উপন্যাস ‘তবুও সন্ধ্যা’। প্রথম উপন্যাস নিয়ে বেশ আশাবাদী তিনি।

শুক্রবার(৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঝিগাতলায় ‘Nerdy Bean’কফি হাউজে ঘাসফুল প্রকাশনীর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মানজুলুল হক।

চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাসফুল প্রকাশনীর প্রকাশক মাহদী আনাম,ঘাসফুল প্রকাশনীর কর্নধার আদিবা নুসরাত ও তরুণ লেখক রাব্বি হোসেন।

প্রথম উপন্যাস ‘তবুও সন্ধ্যা’বই নিয়ে মানজুলুল হক বলেন, উপন্যাসটি আমার লেখা প্রথম উপন্যাস। আমি অনেক আশাবাদী বইটি নিয়ে। ইনশাআল্লাহ পাঠকপ্রিয় হবে বইটি। শুভাকাঙ্খীদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।

তিনি আরও বলেন, ঘাসফুল প্রকাশনীর প্রকাশক মাহদী আনাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ বইটি প্রকাশের সুযোগ দেয়ার জন্য।

উল্লেখ্য, লেখক মানজুলুল হকের প্রথম কাব্যগ্রন্থ ‘এবং একটি চন্দ্র’ বইমেলা২০২১ এ একই প্রকাশনী থেকে বের হয়। এবং বইটি বেশ পাঠকপ্রিয়তা অর্জন।