সোনারগাঁ থানার ওসিকে ফুলের শুভেচ্ছা জানালো ব্লাড ফর নারায়ণগঞ্জ

Update Time : 12:17:56 অপরাহ্ন, মঙ্গলবার, 5 মার্চ 2019

এম এইচ রাহুলঃ সোনারগাঁ থানার নতুন ওসি মো- মনিরুজ্জামান কে ফুলের শুভেচ্ছা জানালেন ব্লাড ফর নারায়ণগঞ্জ এর সদস্যরা।ব্লাড ফর নারায়ণগঞ্জ এর সাথে পরিচয় হয়ে ওসি মনিরুজ্জামান বলেন আমি তোমাদের সাথে আছি।যুবকরা জাতীর শেষ্ঠ সম্পদ।তোমাদের কাজক্রম এগিয়ে নেন।

ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উপস্থিত ছিলেন- সাংবাদিক কামরুজ্জামান রানা,ব্লাড ফর নারায়ণগঞ্জ সহসভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ,সাংগঠনিক সম্পাদক অমিত হাসান মিরাজ,সদস্য নাহিদ,সাফা,সজল,আয়েশা,সাবরিন।

উল্লেখ্য যে ব্লাড ফর নারায়ণগঞ্জ, ২০১৭ সালের ২০ই মে ১৫ জন সদস্য নিয়ে কার্যক্রম শুরু করা হয়। কারো যদি জরুরী মহূর্তে রক্ত সংগ্রহ করে দেওয়া।