ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এখোনো জমজমাট ঐতিহ্যবাহী ম্যারাদিয়া হাট

মমিনুল ইসলামঃ বিভাগীয় ঢাকা রামপুরা বনশ্রী ম্যারাদিয়ায় বছরের পর বছর ধরে ঐতিহ্য মেনে এখনো রমরমা ভাবে প্রচলিত হয়ে আসছে ম্যারাদিয়া হাট।

বিশাল এলাকাজুড়ে বিভিন্ন ব্লকে ব্লকে শত শত দোকানিরা প্রতি বুধবার সাপ্তাহিক ভাবে দোকান নিয়ে বসে।

দিন বাড়ার সাথে সাথে হাটের লোকজন বেড়ে চলছে। ম্যারাদিয়া হাটটিতে খুশি ক্রেতা ও বিক্রেতারা।

ম্যারাদিয়া হাট প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা কিংবা সল্প রাত পর্যন্ত সক্রিয় হয়ে থাকে।

শুধু গরু, ছাগল, হাস, মুরগী ও কবুতর নয় আগের তুলনায় আরো অনেক নতুন নতুন রকমারি জিনিশ পত্র পাওয়া যাচ্ছে এই হাটে।

সকল ধরনের থানকাপড়, চাদর, বিভিন্ন ধরনের লেছ, বাচ্চা এবং বড়দের কাপড়, হাড়ি পাতিলা, আসবাবপত্র, খেলনাপাতি, ছোটবড় ব্যাগ,জুতা ইত্যাদি মিলে এই ঐতিহ্যবাহী হাটে। ভালমানে অল্প দামে পাওয়া যাচ্ছে সেসব।

ম্যারাদিয়া হাটের দোকানিরা এবং ক্রেতা গন জানান তারা এই হাট ধারা অনেক উপকৃত।তারা এই হাটের ঐতিহ্য অব্যাহত রাখতে চান।

Tag :
জনপ্রিয় সংবাদ

এইচএসসি’র ফলাফলে সোনারগাঁওয়ে সেরা কলেজ স্টার ফ্লাওয়ার।

এখোনো জমজমাট ঐতিহ্যবাহী ম্যারাদিয়া হাট

Update Time : ০২:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

মমিনুল ইসলামঃ বিভাগীয় ঢাকা রামপুরা বনশ্রী ম্যারাদিয়ায় বছরের পর বছর ধরে ঐতিহ্য মেনে এখনো রমরমা ভাবে প্রচলিত হয়ে আসছে ম্যারাদিয়া হাট।

বিশাল এলাকাজুড়ে বিভিন্ন ব্লকে ব্লকে শত শত দোকানিরা প্রতি বুধবার সাপ্তাহিক ভাবে দোকান নিয়ে বসে।

দিন বাড়ার সাথে সাথে হাটের লোকজন বেড়ে চলছে। ম্যারাদিয়া হাটটিতে খুশি ক্রেতা ও বিক্রেতারা।

ম্যারাদিয়া হাট প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা কিংবা সল্প রাত পর্যন্ত সক্রিয় হয়ে থাকে।

শুধু গরু, ছাগল, হাস, মুরগী ও কবুতর নয় আগের তুলনায় আরো অনেক নতুন নতুন রকমারি জিনিশ পত্র পাওয়া যাচ্ছে এই হাটে।

সকল ধরনের থানকাপড়, চাদর, বিভিন্ন ধরনের লেছ, বাচ্চা এবং বড়দের কাপড়, হাড়ি পাতিলা, আসবাবপত্র, খেলনাপাতি, ছোটবড় ব্যাগ,জুতা ইত্যাদি মিলে এই ঐতিহ্যবাহী হাটে। ভালমানে অল্প দামে পাওয়া যাচ্ছে সেসব।

ম্যারাদিয়া হাটের দোকানিরা এবং ক্রেতা গন জানান তারা এই হাট ধারা অনেক উপকৃত।তারা এই হাটের ঐতিহ্য অব্যাহত রাখতে চান।