বিডি ক্লিন নারায়ণগঞ্জ পরিচ্ছন্নতার অংশ হিসেবে ২৫ তম ইভেন্ট উদ্বোধন করেন বন্দর থানার সেকেন্ড অফিসার সাধন বসাক

বিডি ক্লিন নারায়ণগঞ্জ পরিচ্ছন্নতার অংশ হিসেবে ২৫ তম ইভেন্ট উদ্বোধন করেন বন্দর থানার সেকেন্ড অফিসার সাধন বসাক

মোঃমিমরাজ হোসেন রাহুল -ঃ পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানে বিডি ক্লিন নারায়গন্জ এর সাপ্তাহিক ইভেন্ট অনুষ্ঠিত হয় বন্দর সেন্ট্রাল ঘাট হতে বন্দর প্রেসক্লাব পর্যন্ত। উক্ত পরিচ্ছন্ন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান ও পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন বন্দর থানার সেকেন্ড অফিসার জনাব সাধন বসাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সুলতান ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ হান্নান, নিউজ অফ সোনারগাঁও এর সম্পাদক কামরুজ্জামান রানা।

প্রধান অতিথি সাধন বসাক বিডি ক্লিন সদস্যদের উদেশ্য বলেন এই তারুণ্যের হাত ধরে আমরা পাবো একটি পরিচ্ছন্ন বাংলাদেশ। আপনাদের সাথে পুলিশ প্রশাসন আপনাদের পাশে থাকবে।

বিডি ক্লিন সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন মিমরাজ রাহুল, কামরুজ্জামান রানা, সাইফ,অমিত, প্রিন্স, নাহিদ, সিফাত, আমানুর হামিম, নিহীকা , তৌকির, প্রসেনজিত, রাব্বি, অনন, কামরুজ্জামন সাগর , সম্রাট শাহ জালাল, মোস্তফা, মাহফুজ, সেজান, রিয়াজুল রাফোল , আলামিন , হাফিজুল , হাসনা, সুখন, শাহিন , সাগর, বৃষ্টি, খাদিজা কুবরা, ইসরাত জাহান মনিকা , সজল, রনি, জীবন, সুমন, ইমন, সুমাইয়া স্নিগ্ধা, ঝুমুর, শান্ত, জামান হোসেন হৃদয়, রফিকুল শান্ত, মোশারফ, অনিকা মেহজাবীন অমিত, সায়েম , আমিনুল , সুমন, সাব্বির, সাদ্দাম , রিমি, মনিকা, সাকিব, অর্পিতা সুমাইয়া, ওয়াসির, শারমিন, রাসেল, হাসান, সোহেল রানা, শাহ্ আলম, ইয়াসির , আবু সাঈদ, আমেনা মনিকা, সাইদুল , রানা, রাজু , নয়ন, আসলাম , আকাশ দাস, রাজ শান্ত দাস, জান্নাত, মেহেদী হাসান, রানা, রোহান, সীমান্ত ফকির, নয়ন, চাঁদনি , অপু রায়হান,রুবেল, নাহিদ,শান্ত দাস,মাহফুজ,শিমুল, অনিক, মিলন, প্রসেনজিৎ, হুমায়ূন, শাহ্ আলম, জয় সাহা, লিমন, কামরুজ্জামান সাগর, মোশারফ হোসেন, মৌ দাস, সালভিন নাভা সহ প্রায় ১১০ জন সদস্য বন্দর সেন্ট্রাল ঘাট হতে প্রেসক্লাব পর্যন্ত পরিচ্ছন্ন করেন ও জনসাধারণকে সচেতন করেন।

বিডি ক্লিন নারায়ণগঞ্জ ২০১৮ সালের ১৩ই জুলাই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক মোঃফরিদউদ্দিন মিলন।বর্তমানে বিডি ক্লিন ৪৮ জেলায় চলমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!