ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুক্ততরীর ২ টাকায় হাসির প্রজেক্ট

নিউজ ডেস্কঃ বর্তমানে এই শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষেরা। তাদের এই শীত নিবারণের জন্য মুক্ততরীর এবারের ইভেন্ট ২ টাকায় শীতবস্ত্র। কোন প্রকার দান বা অনুদান হিসেবে নয়, মুক্ততরীর ক্রেতা হিসেবে আপনার পছন্দ মতো শীতবস্ত্র ক্রয় করুন মাত্র ২ টাকায়। এই ইভেন্টটি মুক্ততরী ২ টাকায় হাসি প্রজেক্টের প্রথম শীত ইভেন্ট অনুষ্ঠিত হয়। যার মূল লক্ষ্য ছিলো ২টাকার বিনিময়ে দুঃস্থ মানুষদের মাঝে শীতের উষ্ণতা ভাগাভাগি করে নেওয়া।

আমরা চাই মানুষের মুখের হাসিগুলো স্থায়ী হোক। তার জন্য মুক্ততরী বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী প্রজেক্টের মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করছে। আজকের এই ইভেন্টে উপস্থিতি ছিলেন মুক্ততরীর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জয় দত্ত, ২ টাকায় হাসি প্রজেক্টের প্রজেক্ট ইন্সট্রাক্টর প্রীতম দাস, প্রজেক্ট অফিসারবৃন্দ এবং মুক্ততরীর সদস্যবৃন্দ।

Tag :

সোনারগাঁয়ে যুবলীগ নেতার স্কুলের অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

মুক্ততরীর ২ টাকায় হাসির প্রজেক্ট

Update Time : ০১:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

নিউজ ডেস্কঃ বর্তমানে এই শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষেরা। তাদের এই শীত নিবারণের জন্য মুক্ততরীর এবারের ইভেন্ট ২ টাকায় শীতবস্ত্র। কোন প্রকার দান বা অনুদান হিসেবে নয়, মুক্ততরীর ক্রেতা হিসেবে আপনার পছন্দ মতো শীতবস্ত্র ক্রয় করুন মাত্র ২ টাকায়। এই ইভেন্টটি মুক্ততরী ২ টাকায় হাসি প্রজেক্টের প্রথম শীত ইভেন্ট অনুষ্ঠিত হয়। যার মূল লক্ষ্য ছিলো ২টাকার বিনিময়ে দুঃস্থ মানুষদের মাঝে শীতের উষ্ণতা ভাগাভাগি করে নেওয়া।

আমরা চাই মানুষের মুখের হাসিগুলো স্থায়ী হোক। তার জন্য মুক্ততরী বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী প্রজেক্টের মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করছে। আজকের এই ইভেন্টে উপস্থিতি ছিলেন মুক্ততরীর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জয় দত্ত, ২ টাকায় হাসি প্রজেক্টের প্রজেক্ট ইন্সট্রাক্টর প্রীতম দাস, প্রজেক্ট অফিসারবৃন্দ এবং মুক্ততরীর সদস্যবৃন্দ।