আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মারুফ, আশুলিয়া ঃ
সোমবার সকাল ১১টায় রাজধানীর আশুলিয়ায় সাংবাদিক আলমগীর হোসেন নিরব এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অুনষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আশুলিয়া থানা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধায় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাটিভির আশুলিয়া প্রতিনিধি খোন্দকার আলমগীর হোসেন নিরব এর উপর নগ্ন হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় আশুলিয়া থানার সামনে মানববন্ধনের আয়োজন করে বিএমএসএফ এর আশুলিয়া থানা কমিটি। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আশুলিয়া থানা কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ ইয়াসিন, সদস্য সচিব মৃদুল ধর ভাবন, সাংবাদিক সিফাত মাহমুদ ফাহিম, ইউসুফ আলী, রিপন মিয়া, মমতাজ বেগম সাথী, শাহাদাত হোসেন, সোহাগ হোসেন সহ ফোরামের অন্যান্য সদস্যারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাংবাদিক নির্যাতনকারীদের ছাড় দেয়া হবে না। আমরা সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতি পুর্ন আস্থা রেখে বলতে চাই, সাংবাদিক আলমগীর হোসেন সহ সারা দেশের সকল নির্যাতিত সাংবাদিকদের উপর নগ্ন হামলার কঠোর বিচার করতে হবে। অনথ্যায় ভবিষৎতে আরও কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

বক্তারা আরও বলেন, সারা দেশে আজ মুষ্টিমেয় কিছু সন্ত্রাসী গনমাধ্যমের কন্ঠ রুদ্ধ করতে চায়, তারা চায় দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে। সাংবাদিকদের কলম অন্যায়ের বিরুদ্ধে চলছে, চলবে। সাংবাদিক নির্যাতন করে হামলা করে এ দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সন্ধায় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাটিভির আশুলিয়া প্রতিনিধি খোন্দকার আলমগীর হোসেন নিরব কে কৌশলে ফ্যান্টাসী কিংডমের পাশে ডেকে নিয়ে কতিপয় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় রোববার (১৭ নভেম্বর) নাজমুল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!