ইলিশ ধরায় ১১ জেলের কারাদণ্ড, জাল-ইলিশ জব্দ

ইলিশ ধরায় ১১ জেলের কারাদণ্ড, জাল-ইলিশ জব্দ
পাবনা প্রতিনিধি: মোঃ সবুজ হোসেন:

মা ইলিশ মাছ রক্ষা সরকার ঘোষিত নিষেধাজ্ঞ অমান্য করে পাবনার সুজানগর ও আমিনপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ ধরায় ১১ জেলেকে আটক,জাল ও ইলিশ মাছ জব্দ করেছে পুলিশ।

শনিবার (২০ অক্টোর) আটককৃতদের মধ্যে ৭ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা ও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুজানগরের সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেকে ভ্রাম্যমান আদালতে ৮ দিন করে সাজা দেওয়া হয়। অন্যদিকে আমিনপুরে অভিযান চালিয়ে সরকার ঘোষিত নিষেধাজ্ঞ অমান্য করে পদ্মা নদীকে ইলিশ মাছ ধরায় চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের হয়েছে। এসময় প্রায় ২০ হাজার মিটার জাল ও কয়েক কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয় এবং জাল পুরানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!