কনফিডেন্স গ্রুপ’র গাড়ির কারণে ঢাকা বাইপাসের ১৫ কিলোমিটার জুড়ে যান চলাচল বন্ধ

নারায়নগঞ্জের সোনারগাঁ থানাধীন নয়াপুর এলাকায় অবস্থিত কনফিডেন্স গ্রুপ এর মালবাহী ট্রাক, কনটেইনার ফ্যাক্টরীর বাহিরের মেইন রোডে রাখার ফলে আজ ২১ অক্টোবর, রবিবার সকাল ৭ টা হতে প্রায় ৩ ঘন্টা যাবত মদনপুর হতে গাউছিয়া পর্যন্ত ঢাকা বাইপাস সড়কটিতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,অত্র কনফিডেন্স গ্রুপের মালবাহী গাড়িগুলো কনফিডেন্স ফ্যাক্টরির গেট হতে শুরু করে মুনতাহা স্টীল মিলের গেট অব্দি ঢাকা বাইপাস রোডে রাখার কারণে এ দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে।যার ফলে বিঘ্নিত হচ্ছে এ রাস্তায় চলাচলরত আরো অসংখ্য যানবাহন ও পথচারীদের কাজ।চাকুরীজীবিরা আটকে আছেন জ্যামে যার ফলে সময়মতো অফিসেও পৌছানো সম্ভব হচ্ছে না।খোজ নিয়ে জানা গেছে, কনফিডেন্স গ্রুপ এর এ সমস্থ মালবাহী গাড়িগুলো হরহামেশাই সবসময় এরকম বিসৃঙখল ভাবে মূল সড়কে রাখা হয়। মাঝে মাঝে উক্ত ফ্যাক্টরির সিকিউরিটিদের দিয়ে ব্যস্ত এ রাস্তায় বিঘ্নতা করে তাদের মালবাহী গাড়ি রাখার জায়গা করা হয়।যার ফলে লেগে যায় বিশাল যানযট।সময়মতো গন্তব্যে নির্দিষ্ট সময়ে পৌছাতে পারেন না গমনকারীরা।দিনে দিনে এ উৎপাত যেন প্রকট আকার ধারণ করছে আরো।

One thought on “কনফিডেন্স গ্রুপ’র গাড়ির কারণে ঢাকা বাইপাসের ১৫ কিলোমিটার জুড়ে যান চলাচল বন্ধ

Shakur শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!