নান্দাইলে চালক কে হত্যা করে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক

আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অটোরিকশা ছিনতাই করার জন্য মোশারফ হোসেন (২৪) নামে এক অটোচালককে হত্যার ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) রায়হানুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- নান্দাইল উপজেলার মো. শাহজাহান সিকদার বাচ্চু মিয়ার ছেলে মো. শাহ জালাল সিকদার (২৫), মো. উজ্জল মণ্ডলের ছেলে মো. শান্ত মণ্ডল (২০), মৃত আব্দুল বারিকের ছেলে মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক (২৫) এবং সোহরাব উদ্দিনের ছেলে মো. মনির উদ্দিন (২৬)।
গত সোমবার (২৪ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গত বছরের ২ নভেম্বর প্রতিদিনের মতো মোশাররফ হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজার থেকে গ্রেফতার চারজন রোগী নেওয়া লাগবে বলে ভাড়া করে অটো। পরে জাহাঙ্গীরপুর এলাকার ছুরিঘাত করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, হত্যাকারী উচ্চ শিক্ষিত। তারা মূলত টাকার অভাবে হত্যাকান্ড ঘটিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!