প্রধান আসামি নয়ন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে পুলিশের দাবি

বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নয়ন গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি ‘বন্দুকযুদ্ধ’। সোমবার (০২ জুলাই) রাতে বরগুনার পুড়াকাটা এলাকায় এ ঘটনা হয়।

পুলিশ জানায়, আসামি ওই এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় উপস্থিতি টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা। পরে বেড়ি বাঁধের পাশ থেকে নয়নের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত বুধবার স্ত্রীকে কলেজ থেকে নিয়ে যাওয়ার সময় স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে নয়ন ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!