প্রভাষকের উপর হামলার প্রতিবাদে দিরাই কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজের আইসিটি প্রভাষক মিজানুর রহমান পারভেজ এর উপর গত ২ এপ্রিল শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলাকালীন সময়ে অতকির্ত হামলার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবিতে এবং উনার বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১২ এপ্রিল দুপুরে দিরাই সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারন ছাত্র ছাত্রীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ উপর অতর্কিত হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই সরকারি কলেজের ছাত্র মেহেদী, আলামিন, উজ্জ্বল, মামুন, তারেক, রাহুল, ছাত্রী মার্জিয়া, মারুফা,বন্যা প্রমুখ।
উক্ত মানববন্ধনে শত শত ছাত্র ছাত্রীর অংশ গ্রহন করেন এছাড়াও কলেজের প্রাক্তন দু’শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেন।

আধা ঘণ্টাব্যাপী চলমান এই মানববন্ধনে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্রতিবাদ প্রদর্শনের একপর্যায়ে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-ছাত্রীরা। এসময় ছাত্র-ছাত্রীরা উর্ধতন কর্তৃপক্ষের নিকট হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ ব্যাপারে দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর যথারীতি আইন অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!