বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর মাদক ব্যাবসায়ীর সন্ত্রাসী হামলা

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহান উদ্দিন কাচিয়া ৮নং ওয়ার্ড এর সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য   জাকির হোসেন মেম্বারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, নগদ টাকা ও মটর সাইকেল ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

মাদক ব্যাবসায়ী জাকির হোসেনের  বিভিন্ন অপকর্ম মূলক সন্ত্রাসী কর্মকান্ড, নিজে মাদক সেবন এবং ব্যাবসার সঙ্গে জড়িত থাকার কথা তথ্য উপাত্ত সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে পরিবেশন করায় ভোলার একজন সাংবাদিককে বেধড়ক মারধর ও জখম করায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে একধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সূত্রজানায় জাকির মেম্বারের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে গত ৬মে সোমবার তাকে গ্রেফতার করে। জাকির আদালত থেকে আজ মঙ্গলবার জামিন নিয়ে বের হয়ে এসে  ৪টার দিকে দৈনিক দিগন্তর ভোলা দক্ষিণ ও বোরহান উদ্দিনের স্বাধীন সংবাদ এর প্রতিনিধি মাসুদ রানাকে কুন্জের হাট থেকে বাড়ি ফেরার পথে জাকির ও তার সাথে থাকা সন্ত্রাসিরা সাংবাদিক মাসুদ রানার উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এবং  তার সাথে থাকা ৫০ হাজার টাকা ও  তার হাতের মোবাইল ফোন ও হুন্ডা ছিনতাই করে মুহুর্তেই সটকে পড়ে জাকির। পরে স্থানীয়  সাংবাদিকরা খবর পেয়ে মাসুদ রানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বোরহান উদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ভোলার সকল গণমাধ্যমকর্মী দ্রুত সন্ত্রাসী জাকির মেম্বারকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ঐক্যজোট ফাউন্ডেশন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে মাসুদ রানা সহ সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবী করেছেন। পাশাপাশী আইনের শাসন প্রতিষ্ঠায় সকল গনমাধ্যম কর্মীদের সাথে নিয়ে রাজপথে মানববন্ধন সহ নানা কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!