মা ইলিশ রক্ষায় ভোলায় ভ্রাম্মমান কোষ্টগার্ড অফিস স্থাপন

মা ইলিশ রক্ষায় ভোলায় ভ্রাম্মমান কোষ্টগার্ড অফিস স্থাপন

বাংলাদেশের বড় দ্বীপ ভোলা। বাংলাদেশের ইলিশ মাছের যোগান দিয়ে থাকে অনেকটা এই ভোলা জেলা।ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে যাতে করে জেলেরা নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য মেঘনা-তেতুলিয়া নদীতে ভ্রাম্মমান কোষ্টগার্ড অফিস স্থাপন করা হয়েছে। আর এই অভিজানে সহায়তা করছেন কোষ্টগার্ড,নৌ-পুলিশ ও নৌ-বাহিনী। সরকার কতৃক নিজস্ব স্প্রিডবোটের মাধ্যমে এই অভিজান চালানো হয়। বেআইনি ভাবে যদি কেউ মাছ শিকার করে তার জন্য রয়েছে শাস্তির বিধান। তার পরেও জেলেরা আইন অমান্য করে বেআইনি ভাবে মাছ শিকার করে।গত ৭অক্টোবর থেকে আজ ১০ দিনে মোট আটকের সংখ্যা দাড়িয়েছে ২৫৪ এর উপরে। দিন দিন আটকের সংখ্যা বেড়ে চলেছে কিন্তু মৎস শিকার রোধ হচ্ছে না। এছাড়া জেলেদের শাস্তি নিরুপন করার জন্য ভ্রাম্মমান আদালত পর্যন্ত বসানো হয়েছে।এছাড়া জব্দকৃত জাল পুরিয়ে ফেলে,জব্দকৃত মাছ গরিবের মাঝে বিতরন করা হয়। ভোলা নির্বাহী মৎস কর্মকর্তা জনাব,মো. আসাদুজ্জামান বলেন_৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই অভিজান চলতে থাকবে।মা ইলিশ রক্ষার্থে ও জেলদের স্বার্থে এই অভিজান মান্য করতে হবে।

মো. সাইফুল ইসলাম
ভোলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!