ময়মনসিংহে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ২

আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে নকল স্বর্ণের বার দেখিয়ে নারীদের সাথে প্রতারণার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪

এই সময় একটি সিএনজি ও দুইটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ময়মসিংহের সদরের হরিরামপুর এলাকার মৃত জীবন চৌহানের ছেলে বাদল চৌহান (৪৭) ও নগরীর দিঘারকান্দা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. ফেরদৌস (৩০) মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ এতিমখানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে দীর্ঘদিন যাবত তারা এভাবে প্রতারণা করে আসছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!