সাভারে ফ্লাট বাসায় অসামাজিক কাজের দায়ে ৫ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ঃ সাভার উপজেলাধীন ডগরমোড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফ্লাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারী ও ২ পুরুষকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে ওই এলাকার লুৎফুন্নেসার ছয়তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ সাভার মডেল থানা পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন, আজাদ শরীফ (২৯) ,দেলোয়ার হোসেন দিলু (৩২), শিমা খাতুন (২৪), দিলারা বেগম (৩৫), এছাড়া সাথী আক্তার (১৫) নামের এক কিশোরীকে গাজীপুরের কিশোরী সংশোধনাগারে প্রেরন করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ফ্লাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন তথ্যের ভিত্তিত্বে লুৎফর নেছা রানুর মালিকানাধিন ভাড়া দেয়া ফ্লাটটিতে অভিযান চালানো হয়। আটক ৫জনের মধ্যে একজন কিশোরী রয়েছে। তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্যদের দুই মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!