সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আক্তারুজ্জামান আশিকঃ সোনারগাঁয়ের মোগরাপাড়া বাজারে চলমান লক ডাউন ও পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রন ও পর্যবেক্ষণের অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পাইকারি দোকান, ফলের দোকান ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে একাধিক অনৈতিকভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ মে ) উপজেলার মোগরাপাড়া এলাকার করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরন এবং কয়েকটি দোকানে পোড়া তেল, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করার কারণে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

উল্লেখ, ২ মিষ্টি তৈরির দোকানকে ৫ ও ১০ হাজার এবং ফলের দোকান কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম সকালবিডি টুয়েন্টিফোর ডটকম কে জানান বাজার ব্যবস্থা নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!