আগৈলঝাড়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে সরকারের ২২টি পাকা বাড়ি হস্তান্তর

জগদীশ মন্ডল, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মুজিববর্ষে ঈদ উপহার হিসেবে আগৈলঝাড়ায় ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা বাড়ি ও দুই শতক জায়গার মালিকানা কাগজপত্র, সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ শেষে সুফল ভোগীদের মাঝে মুজিববর্ষে ঈদ-উল-ফিতরের উপহার হিসেবে সারাদেশে ভার্চুয়াল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলার ২২টি অসহায় পরিবারের মাঝে ২লাখ ৫৯হাজার ৫শ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাড়ির চাবি ও জমির মালিকানার কাগজপত্র, সনদপত্র প্রদান করা হয়।

গৃহ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক ডেপুটি কমান্ডার আইয়ুব আলী মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!