নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম পি খোকা কে ফুলের শুভেচ্ছা ও মানপত্র তুলে দেন

কাইয়ুম হোসাইন :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চারদিকে মেঘনা নদী বেষ্টিত নুনেরটেক গ্রামটি অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বিদ্যুৎ সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

এই সময় নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃসালাউদ্দিন মাষ্টার প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা এর হাতে মানপত্র তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক সাইরুল ইসলাম, সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক জোনাব আলী, নুনেরেটক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম, জাপা নেতা জাকারিয়া হোসেন, আব্দুল হক, জজ মিয়া, স্থানীয় মেম্বার লোকমান হেকিম, সাবেক মেম্বার ওসমান গনি, অনুষ্ঠান সঞ্চালনা করেন নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন প্রমুখ।

স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ে অনেক জনপ্রতিনিধি এসেছেন কিন্তু স্বাধীনতার ৪৮ বছর পর তার উদ্যোগে চারদিকে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল নুনেরটেক গ্রামটিতে বিদ্যুতের আলোয় আলোকিত করছেন। আগামী জুন মাসের মধ্যে গ্রামটির ২০ হাজার মানুষ পল্লী বিদ্যুতের সুবিধা ভোগ করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!