ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন

মিমরাজ (নারায়ণগঞ্জ, সোনারগাঁ প্রতিনিধি):

শুরুর গল্পটা নিয়ে আসলে একটা সিনেমা বানানো যায়। মাগুরার শালিখা উপজেলার আজপাড়া স্কুলের প্রধান শিক্ষিকা ইয়াসমিন আক্তার। ২০১৭ সালের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে সম্মানিত ইয়াসমিন আপা নিজের স্কুলে এই দেয়াল চালু করেন ২০১৫ সালের শেষের দিকে। কিন্তু ধারনাটি বাংলাদেশের নিজের না। ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোন ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। ‘wall of kindness’ নামে এই দেয়ালটি ইন্ডিয়া, ইরান এবং পাকিস্তান সহ বেশ কিছু দেশে আগে থেকেই ছিল।

সেই প্রক্ষাপটে ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উদ্যোগে সোনারগাঁ উপজেলার বৈদ্যার বাজার ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মানবতার দেয়াল উন্মোচন করা হয় আজ।

উদ্বোধনী অনুষ্ঠনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেছেনঃ
রাসেল মাহমুদ (সফল সাবেক ছাত্রলীগ সভাপতি সোনারগাঁ উপজেলা),
মোঃ মাসুদ রানা (সেকেন্ড অফিসার সোনারগাঁ থানা)
মোঃজাহাঙ্গির আলম (সাব ইন্সপেক্টর সোনারগাঁ থানা)
মো কামাল হোসেন (প্রধান শিক্ষক এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়)
মোঃআবুল হোসেন (বৈদ্যার বাজার ইউঃপিঃ সদস্য ৩ নং ওয়ার্ড)
ঊর্মি আক্তার (সাধারণ সম্পাদিকা সোনারগা উপজেলা মহিলা আওয়ামীলীগ)
পলাশ চৌধুরী (প্রতিষ্ঠাতা ব্লাড ফর নারায়ণগঞ্জ)

শুভাকাঙ্ক্ষী সংগঠন হিসেবে উপস্থিত থাকেনঃ
কাচপুর জনকল্যাণ সংস্থা,
আলোর দিশারি সেবা সংস্থা,
বিডি ক্লিন,
ওয়ার্কস ফর হিমিউনিটি,
গ্রাজুয়েট ফাউন্ডেশন এর সদস্য গন।

জনাব সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে উদ্ধোধন এ জনাব রাসেল মাহমুদ বলেন- সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য ব্লাড ফর নারায়ণগঞ্জ এর এই উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই।সোনারগাঁ প্রতিটি স্হানে এই উদ্যোগ ছড়িয়ে পড়ক।

তাছাড়া সেকেন্ড অফিসার মাসুদ রানা বলেন – সোনারগাঁ থানা পরিবার থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সোনারগাঁ থানা প্রশাসন থেকে আমরা আপনাদের সাথে আসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!