শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ চেয়ারম্যান: জিন্নাহ

মীমরাজ হোসাইন রাহুল, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহে্র উদ্যোগে ৮ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালুয়াকান্দি বঙ্গবন্ধু লাইব্রেরি মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী।

এসময় উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামালউদ্দিন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপ- সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সজিব আহমেদ। এসময় সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্ত মানুষেরা। রহিমা নামের একজন বলেন, বাড়িঘর তেমন কিছুই নেই। শীতের পোশাকের অবস্থাও তাই। কম্বল পেয়ে অনেক উপকার হলো। আর ষাটোর্ধ্ব আশা বেওয়া বলেন, ‘কাম-কাজ নাই। আমাদের খোঁজ নেওয়ার কোনো মানুষ নেই। শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বলখানা পেলে খুব ভালো হলো। জিন্নাহ বাবার ভালো হোক।

সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ আছে। এই তীব্র শীতে শীতার্তদের কথা বিবেচনায় রেখেই মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!