কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিচ্ছেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ

নিউজ ডেস্কঃ বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, শীতকালীন মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ই নভেম্বর) সকালে সনমান্দী ইউনিয়নের বঙ্গবন্ধু লাইব্রেরীর পাশের বালুরমাঠে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

সনমান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব তুলে দেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

এ সময় সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার হাবিবুর রহমান হাবিব, সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি কামরুল ইসলাম বাবুল, সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাজী জসীমউদ্দিন চৌধুরী, সিনিয়র আওয়ামীলীগ নেতা গোলজার প্রধান, সনমান্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন সুজন, সনমান্দী পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ফজলুল হক, মহিলা সংরক্ষিত সদস্য শাহীনা আক্তার ছাত্রলীগ নেতা মাসুদ রানা, ফারহান পলাশ সহ প্রমুখ।

অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন এর কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!