মির্জাপুরে ১ একর জমির ফসল নষ্ট করে মাটির ব্যবসা করার অভিযোগ

আশরাফুল সিকদার, চীফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া এলাকার চান্দুলিয়া মৌজার কৃষকের আবাদি জমির ফসল নষ্ট করে রাতের আঁধারে ভেকু চালিয়ে সরিষা ক্ষেতের উপর দিয়ে রাস্তা তৈরি করেছে মাটি ব্যবসায়ীরা বলে অভিযোগ পাওয়া গেছে। মাটি ব্যবসায়ীরা হলো, বহুরিয়া গ্রামের সায়েদের ছেলে জলিল উদ্দিন,আজাফরের ছেলে আওলাদ এবং মোজাফরের ছেলে হেলাল উদ্দিন। জমির মালিকেরা বলেন, এই ফসল আমাদের সম্বল এই ফসল চাষ করে আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া ও সংসার চালাই,আমাদের প্রায়(১একর)জমির কাঁচা সরিষা রাতের আঁধারে ভেকু চালিয়ে নষ্ট করে ফেলেছে মাটি ব্যবসায়ীরা।এবং রাস্তা তৈরী করে আমাদের জমি থেকে জোর করে মাটি কাটার চেষ্টা করে,আমরা এর প্রতিবাদ করতে গেলে আমাদের-কে নানা-ভাবে ভয় ভিত্তি দেখায়।সরজমিনে গিয়ে তার সত্যতা দেখতে পাওয়া যায়।ভুক্তভোগী একজন মহিলা বলেন,আমার ছোট্ট ছোট্ট দুইটা পোলাপান আমার স্বামীর পায়ে সমস্যা সে কোন কাম-কাইজ(কাজ)করতে পারে না আমি নিজে টেহা আওলাদ(ধার)কইরা সার হরিষা বিছন(বীজ)কিন্না আইনা খেতে বুনছি, ফসল বেইচা(বিক্রি) আওলাদ ও দোহানের সারের টেহা সুদ ও পুলাপাইনের পড়া-লেহার টেহা জোগাড় করমু আর বাহি(বাকি)টেহা দিয়ে সংসার চালামু এহন(এখন) আমাগো(আমাদের) হরিষা(সরিষা) ক্ষেত নষ্ট কইরা ফালাইছে এহন(এখন) আমরা কার কাছে যামু আমাগো সংসার চালাতে অনেক কষ্ট অইবো(হইবে)। জমির মালিকরা প্রশাসনের কাছে দাবি জানান, অতিদ্রুত যেনো আমাদের এই জমি মাটি ব্যবসায়ী-দের হাত থেকে রক্ষা করে দেওয়া হয়। দিলে পরে আমরা আমাদের জমিতে থেকে বাকি যে সরিষা গুলো আছে তা আমরা ঘরে তুলতে পারবো, সরিষা ঘরে তুলে আবার বোরোধান রোপণ করতে পারবো।যদি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্হা না নেওয়া হয় তাহলে আমাদের সোনার জমিতে আর কোন ফসল ফলাতে পারবোনা। সহকারী কমিশনার(ভূমি) মো.জুবায়ের হোসেন তিনি বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!