একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনা সম্ভব-জাহিদ হাসান জিন্নাহ

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদক ছাড়ো কলম ধরো এ স্লোগানকে সামনে রেখে পঞ্চমীঘাট স্কুল এন্ড কলেজের ২০১৭ সালের ব্যাচের হাসানুজ্জামান সৌরভ ও সিয়ামে তত্ত্ববধানে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারিতে শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর জোয়ারদী খেলার মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ২০১৭ সালের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন। নীল – দল প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৬৫ রান করেন।

সবুজ – দলের খেলেয়ার রা ১৫ ওভার ৩ বলে ৪ উইকেট ১৬৬ রান নিয়ে জয়লাভ করেন।ম্যান অফ দ্যা ম্যাচ হন নয়ন।

উক্ত খেলা সনমান্দী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার রহুল আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

প্রধান অতিথি জাহিদ হাসান জিন্নাহ বলেন-মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করা দরকার, খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে, সেই সঙ্গে একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনা সম্ভব, সে জন্য তিনি যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহব্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক রমজান সরকার,মহিলা আওয়ামীলীগ নেত্রী শ্যামলী চৌধুরী,৩নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি ইন্জিনিয়ারি নাজমুল হক,সাধারণ সম্পাদক মনির হোসেন,সমাজসেবক শামীম রোজা,ছাত্রলীগ নেতা, তরিকুল,সজিব, বায়োজিত হোসেন জাবের সহ প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!