এমসি কলেজ বাংলা বিভাগের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

লোকমান হাফিজঃ এমসি কলেজ বাংলা বিভাগের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১ টায় এম.সি কলেজ মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধনি অনুষ্ঠান সম্পন্ন করা হয়। উদ্বোধন করেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা আখতার, এবং সহকারী অধ্যাপক নজরুল ইসলাম।

উদ্বোধন করার পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় প্রধান ড. সাহেদা আখতার বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও প্রয়োজন। খেলাধুলা পড়ালেখায় আগ্রহ জাগায়। পড়ালেখা করে আনন্দ পেতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলায় হার জিত থাকবেই। যারা জিতবে তারা কক্ষনোই জারা হারবে তাদেরকে যেনো কোনো কথার দ্বারা কষ্ট না দেই। আর যারা হারবে তারা যেনো পরাজয় সহজেই মেনে নেই।

এতে উপস্থিত ছিলেন মাস্টার্স প্রথম বর্ষের জিল্লুর রহমান, নিপু আহমদ, জায়েদুর রহমান সহ বিভাগের অন্যন্য শিক্ষার্থীরা।

টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন চতুর্থ বর্ষের তানভীর,কাউছার,হাবিব,হাফিজ,সালহউদ্দীন,সৌরভ,আফছার সহ অন্যান্য শিক্ষার্থীরা।

প্রথম ম্যাচ বিদ্রোহী-৫২ বনাম দুর্বার-৫১ এর ম্যাচ ১-১ গোলে ড্র হয় উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন দুর্বার-৫১ এর কামরুল।

দ্বিতীয় ম্যাচ অদম্য-৪৯ বনাম দুর্বার-৫১ খেলা ০-০গোলে ড্র হয় উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন দুর্বার-৫১ এর মাফিক।

তৃতীয় ম্যাচে অগ্নিবীণা-৪৭ বনাম ড. মু শহীদুল্লাহ-৫০ এর ম্যাচে অগ্নিবীণা-৪৭ কে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয়ের মুখ দেখে ড.মু শহীদুল্লাহ-৫০
উক্ত ম্যাচে একমাত্র গোলদাতা সৌরভ ম্যান অব দ্যা হন।

আজকে ০৯-১২-১৯ এ খেল দুরন্ত-৪৮ বনাম ড.মু শহীদুল্লাহ-৫০
সকাল ৯ঘটিকায়। দিনের ২য় ম্যাচ অদম্য-৪৯ বনাম বিদ্রোহী-৫২ সকাল ১০ঘটিকায়।

এবং ১১.১২.২০১৯ রোজ বুধবার কাজী নজরুল ইসলাম গ্রুপ ও রবীন্দ্রনাথ গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হব বলে জানিয়েছেন হাফিজুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!