কাতার বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের আকর্ষণ

সকালবিডি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম: বিশ্বকাপের ড্র হয়ে গেছে। ৩২ দলের মধ্যে ২৯ দল নিশ্চিত হয়েছে। আরও তিনটি দলের নাম জানতে জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু সম্ভাব্য দল ধরে নিয়েই হয়ে গেছে বিশ্বকাপের ড্র। সেভাবেই সূচিও হয়ে গেছে।

আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ইকুয়েডর ও স্বাগতিক কাতারের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২২ বিশ্বকাপ। আর ফাইনাল শুরু হবে ১৮ ডিসেম্বর রাত ৯ টায়।

চলুন দেখে নেওয়া যাক, কবে কোন দলের ম্যাচ। বাংলাদেশ সময় কখন হবে সে ম্যাচগুলো।

দিন/সময় ম্যাচ
২১ নভেম্বর বিকেল ৪টা কাতার-ইকুয়েডর
২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ইংল্যান্ড-ইরান
২১ নভেম্বর রাত ১০টা সেনেগাল-নেদারল্যান্ডস
২১ নভেম্বর রাত ১টা যুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
২২ নভেম্বর বিকেল ৪টা ডেনমার্ক-তিউনিসিয়া
২২ নভেম্বর সন্ধ্যা ৭টা ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত
২২ নভেম্বর রাত ১০টা মেক্সিকো-পোল্যান্ড
২২ নভেম্বর রাত ১টা আর্জেন্টিনা-সৌদি আরব
২৩ নভেম্বর বিকেল ৪টা স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ড
২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা বেলজিয়াম-কানাডা
২৩ নভেম্বর রাত ১০টা জার্মানি-জাপান
২৩ নভেম্বর রাত ১টা মেক্সিকো-ক্রোয়েশিয়া
২৪ নভেম্বর বিকেল ৪টা উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া
২৪ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্তুগাল-ঘানা
২৪ নভেম্বর রাত ১০টা সুইজারল্যান্ড-ক্যামেরুন
২৪ নভেম্বর রাত ১টা ব্রাজিল-সার্বিয়া
২৫ নভেম্বর বিকেল ৪টা ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র
২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা কাতার-সেনেগাল
২৫ নভেম্বর রাত ১০টা ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরান
২৫ নভেম্বর রাত ১টা নেদারল্যান্ডস-ইকুয়েডর
২৬ নভেম্বর বিকেল ৪টা পোল্যান্ড-সৌদি আরব
২৬ নভেম্বর সন্ধ্যা ৭টা আর্জেন্টিনা-মেক্সিকো
২৬ নভেম্বর রাত ১০টা তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত
২৬ নভেম্বর রাত ১টা ফ্রান্স-ডেনমার্ক

গ্রুপ পর্বের বাকি অংশ:

২৭ নভেম্বর বিকেল ৪টা বেলজিয়াম-মরক্কো
২৭ নভেম্বর সন্ধ্যা ৭টা স্পেন-জার্মানি
২৭ নভেম্বর রাত ১০টা ক্রোয়েশিয়া-কানাডা
২৭ নভেম্বর রাত ১টা জাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ড
২৮ নভেম্বর বিকেল ৪টা ব্রাজিল-সুইহজারল্যান্ড
২৮ নভেম্বর সন্ধ্যা ৭টা দক্ষিণ আফ্রিকা-ঘানা
২৮ নভেম্বর রাত ১০টা ক্যামেরুন-সার্বিয়া
২৮ নভেম্বর রাত ১টা পর্তুগাল-উরুগুয়ে
২৯ নভেম্বর বিকেল ৪টা নেদারল্যান্ডস-কাতার
২৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ড
২৯ নভেম্বর রাত ১০টা ইকুয়েডর-সেনেগাল
২৯ নভেম্বর রাত ১টা ইরান-যুক্তরাষ্ট্র
৩০ নভেম্বর বিকেল ৪টা তিউনিসিয়া-ফ্রান্স
৩০ নভেম্বর সন্ধ্যা ৭টা সৌদি আরব-মেক্সিকো
৩০ নভেম্বর রাত ১০টা পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্ক
৩০ নভেম্বর রাত ১টা পোল্যান্ড-মরক্কো
১ ডিসেম্বর বিকেল ৪টা জাপান-স্পেন
১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ক্রোয়েশিয়া-বেলজিয়াম
১ ডিসেম্বর রাত ১০টা কোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানি
১ ডিসেম্বর রাত ১টা কানাডা-মরক্কো
২ ডিসেম্বর বিকেল ৪টা দক্ষিণ আফ্রিকা-পর্তুগাল
২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা সার্বিয়া-সুইজারল্যান্ড
২ ডিসেম্বর রাত ১০টা ঘানা-উরুগুয়ে
২ ডিসেম্বর রাত ১টা ক্যামেরুন-ব্রাজিল

নক আউট পর্ব:

শেষ ষোলো
৩ ডিসেম্বর রাত ৯টা এ১-বি২
৩ ডিসেম্বর রাত ১টা সি১-ডি২
৪ ডিসেম্বর রাত ৯টা ডি১-সি২
৪ ডিসেম্বর রাত ১টা বি১-এ২
৫ ডিসেম্বর রাত ৯টা ই১-এফ২
৫ ডিসেম্বর রাত ১টা জি১-এইচ২
৬ ডিসেম্বর রাত ৯টা এফ১-ই২
৬ ডিসেম্বর রাত ১টা এইচ১-জি২
কোয়ার্টার ফাইনাল
৯ ডিসেম্বর রাত ৯টা ই১-এফ২ বনাম জি১-এইচ২
৯ ডিসেম্বর রাত ১টা এ১-বি২ বনাম সি১-ডি২
১০ ডিসেম্বর রাত ৯টা এফ১-ই২ বনাম এইচ১-জি২
১০ ডিসেম্বর রাত ১টা বি১-এ২ বনাম ডি১-সি২
সেমিফাইনাল
১৩ ডিসেম্বর রাত ১টা ৯ ডিসেম্বরের দুই বিজয়ী
১৪ ডিসেম্বর রাত ১টা ১০ ডিসেম্বরের দুই বিজয়ী
তৃতীয় স্থান
১৭ ডিসেম্বর রাত ৯টা দুই সেমিফাইনালের পরাজিত দল
ফাইনাল
১৮ ডিসেম্বর রাত ৯টা দুই সেমিফাইনাল বিজয়ী

একটু আগে কাতারের দোহায় হয়ে গেছে ২০২২ কাতার বিশ্বকাপের ড্র। বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহ যে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়েই ছিল, সেটি সম্ভবত না বললেও চলছে। মেসির আর্জেন্টিনা আর নেইমারের ব্রাজিলের মধ্যে কোন দল তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে, এ নিয়েই হয়তো চায়ের আড্ডায় তর্ক-বিতর্ক বেশি হবে।

তবে আর্জেন্টিনা আর ব্রাজিলের ওপর থেকে সরিয়ে চোখটা সব গ্রুপে ফেরালে সবচেয়ে কঠিন গ্রুপ কোনটিকে মনে হবে? দাবিদার তো কম নয়। সে বিবেচনার আগে গ্রুপগুলো আরেকবার দেখে নেওয়া যাক –

বিশ্বকাপের আট গ্রুপ:

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

পাঠক, আপনার কী মনে হয়? নিচের কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!