বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে শৈশবের স্বপ্ন পূরণ করতে চান: বাটলার

সকালবিডি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম: ছোট্ট বাটলার তখন বাড়ির বাগানে ভাই-বোনদের সঙ্গে ক্রিকেট খেলতেন। শুধু খেলাই নয়, টিভিতে ক্রিকেট দেখে অধিনায়কদের শিরোপা উঁচিয়ে ধরার অনুকরণও করতেন। তখন হয়তো ভাবেনওনি, সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন। ইংল্যান্ড অধিনায়কের শৈশবের স্বপ্ন সত্যি হওয়ার পথে আর একটা ধাপ বাকি। রবিবারের ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন বাটলার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী বাটলার বলেন, ‘অবশ্যই আমি এ ধরনের স্বপ্ন দেখতাম। শৈশবে নিজ বাড়ির বাগানে ভাই-বোনদের সাথে খেলার সময় ট্রফি উঁচিয়ে ধরার অভিনয় করতাম। এখন সেটার বাস্তবে রূপ দেওয়ার সুযোগ এসেছে, এটি অবিশ্বাস্য ধরনের, এটা বিশেষ কিছু। আমি সামনে তাকিয়ে আছি অনেক রোমাঞ্চ নিয়ে এবং এই ছেলেদের ওপর আমার বিশ্বাস প্রবল। কোচরা যারা আমাদের নিয়ে কাজ করছেন, তাদের ওপরও ভরসা অনেক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে বাটলারের বড় অনুপ্রেরণা তার বন্ধু ইয়ন মরগ্যান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগ্যানকে নিয়ে বাটলার বলেন, ‘ইয়নের সঙ্গে অনেক কথা হয় আমার। সে আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। সে এমন একজন, কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেই যার সঙ্গে আমি কথা বলতে পারি। তবে নেতৃত্ব ব্যাপারটি নিজের মতো করে দিতে হয়। ইয়ন এখন নেই, তাই অধিনায়কের দায়িত্ব নিয়ে আমাকেই এগিয়ে যেতে হবে। আমি ইয়নের মতামত নিতে পারি, কারণ তার সেই জ্ঞানের গভীরতা আছে। তবে আমি আমার মতো করেই করতে চাই।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!