সোনারগাঁয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল শুরু হচ্ছে বুধবার

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু হচ্ছে বুধবার

আমিনুল ইসলামঃ

সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা দল নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব১৭)এর আয়োজন করা হবে।তবে পৌরসভা দলটি সরাসরি ২য় রাউন্ড খেলবে।বাকী ১০ টি ইউনিয়ন দুটি গ্রুপে বিভক্ত হয়ে নকআউট এর ভিক্তিতে এ খেলায় অংশগ্রহন করবে।সবগুলো ম্যাচ অনুষ্টিত হবে সোনারগাঁয়ে নবনির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।ক গ্রুপে জামপুর,সাদিপুর, নোয়াগাঁও, কাচঁপুর ও বৈদ্যেরবাজার ইউনিয়ন, বি গ্রুপে সনমান্দী,শম্ভুপুরা,পিরোজপুর, মোগড়াপাড়া ও বারদী। উদ্ভোধনী ম্যাচে প্রতিদ্বন্দীতা করবে কাচঁপুর ও শম্ভুপুরা ইউনিয়ন। আগামী ৫ সেপ্টেম্বর,বুধবার বিকাল তিনটায় টুর্নামেন্টের শুভ উদ্ভোধন ঘোষনা করবেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) এর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম,উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট  সামসুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম।উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করবেন সোনারগাঁয়ের ইউএনও শাহীনুর ইসলাম।উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলটি জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!