আড়িয়ালখাঁ নদীর তীব্র ভাঙ্গন; গৃহহীন মানুষ

মোঃরোমান কালকিনি,মাদারীপুর প্রতিনিধিঃ

 

 

বর্তমান বৈশ্বিক মহামারী করোনার সময়ে আড়িয়ালখাঁ নদীতে ভাঙ্গন। আজ দুপুরে কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের আলীপুর মোল্লারহাট লঞ্চ ঘাটে নয়টি ঘর পানিতে প্লাবিত হয়ে গিয়েছে।

নদীর পানি বৃদ্ধি হওয়ায় দিন দিন নদী ভাংঙ্গন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ভিটেমাটি হারাচ্ছেন অনেক পরিবার। মাথা শেষ ঠাঁই টুকু হারিয়ে নিঃস্ব হয়ে নদীপাড়ের এসব মানুষ।

 

 

সরেজমিনে এসে এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. হাসান নদীর বর্তমান অবস্থা দেখে যান, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন অফিসার সহ উধর্তন কর্মকর্তারা দেখা যায় মানবেতর জীবনযাপন করছে নদী ভাঙ্গনের শিকার এসব অসহায় মানুষ ।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসা.রেহেনা নেয়ামুল আকন এর সাথে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে জানায় –

তাতক্ষনিভেবে ভাঙ্গা রোড করার জন্য বালুর বোস্তা ফেলানোর চেষ্টা করতেছি ,মাদারীপুর ০৩ আসনের সংসদ সদস্য ডা.আবদুস সোবাহান গোলাপ, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করেছি সবাই সহযোতার আশ্বাস দিয়েছেন এবং সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!