তীব্র যানজটে ঢাবি ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন দিন যানজট সমস্যা বেড়েই চলেছে। কোন নিয়ম কানুন না মেনেই চলছে বহিরাগত যানবাহন।

ডাকসু নির্বাচনের পূর্বে নির্বাচিত ডাকসু নেতাদের অনেকের ইশতেহারে যানজট সমস্যার সমাধানের কথা থাকলেও এর কোন সমাধান করতে পারেনি ডাকসু’র নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ রয়েছে মোট ৫টি। তার মধ্যে শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর-হাইকোর্ট, চানখারপুল এবং বকশিবাজার উল্লেখযোগ্য। প্রতিটা প্রবেশপথে প্রতিদিন সুদীর্ঘ যানবাহনের সারি সারি লাইনের দেখা মেলে। অনেক সময় উল্টো পথে চলে এসকল যানবাহন। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শাহবাগ হাইকোর্ট দোয়েল চত্বরের চিত্রও ভয়াবহ।এতে শিক্ষার্থীরা যে ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে তা কোন ভাবেই শিক্ষার সুষম পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!