রাজধানীতে কোনোভাবেই থামছে না বেপরোয়া যান চলাচল

তানজির আহমেদ সানি,  ঢাকা খিলক্ষেত : গতকাল শুক্রবার রাত ১০:২৫ মিনিটে পল্লবী সুপার সার্ভিস লিমিটেড নামে মিরপুর লাইনের একটি বাস দ্রুতগতিতে রাস্তা দিয়ে চালিয়ে আসছিল।
বিমানবন্দরের দিকে ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি সিএনজি,
দ্রুতগতিতে বাসটি সিএনজিকে পেছন থেকে  ধাক্কা দিলে সিএনজির ভিতরে থাকা তিনজন মানুষের মধ্যে একজন মানুষ সাময়িক ভাবে আহত হন।
তখন গাড়ি থেকে নেমে আরো দুজন যাত্রী ড্রাইভারকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তাদের সিএনজির উপর গাড়িতে উঠিয়ে দেওয়ার কারণে  গাড়িটিকে আটকে রাখে।
এসময় খিলখেত বিমানবন্দর রোডে মোটামুটি একটি যানজট সৃষ্টি হয়।

বেপরোয়া ভাবে গাড়ি চালানো যেন কোনভাবেই থামছে না।
এ ছাড়াও গতকাল রাতে হাউজ বিল্ডিং এর গ্যাস লাইন লিকেজ হয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে আব্দুল্লাহপুর পর্যন্ত যান চলাচল ছিলো পুরোপুরি বন্ধ।
মানুষ বাস না পেয়ে পায়ে হেটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে গিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!