সাদিপুরে নানাখী কমিউনিটি ক্লিনিক ১ সপ্তাহ ধরে বন্ধ, রোগীরা সেবা বঞ্চিত

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া কমিনিটি ক্লিনিক ১ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। শনিবার সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখাযায় ১০ জন গর্ভবতীনারীসহ শিশু বাচ্চাকে নিয়ে অভিভাবক দাড়িয়ে আছেন।

জানা যায়,সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া কমিনিটি ক্লিনিক ১সপ্তাহ ধরে বন্ধ থাকায় প্রায় ৫/৬টি গ্রামের মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি গর্ভবতী নারী, বয়স্ক নারী-পুরুষসহ ছোট ছোট শিশু ক্লিনিকে গিয়ে বন্ধ পেয়ে সেবা না পেয়ে ফিরে যান। এতে সরকারে সিদ্ধান্ত অমান্য করে মনগড়া মতো চালাচ্ছে এই কমিউনিটি ক্লিনিকের সাথে জরিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেবা নিতে আসা জাহানারা আক্তার জানান, শিশুদের টিকা দেওয়ার জন্য দুই দিন এসে বন্ধ পেয়ে ফিরে গেছি।

নানাখী পূর্বপাড়া কমিনিটি ক্লিনিকের পরিচালনা কমিটির সদস্য কামাল হোসেন জানান, বিনা নোটিশে ১ সপ্তাহ ধরে বন্ধ করে রেখেছে। এতে রোগীরা প্রতিদিন এসে ক্লিনিক বন্ধ পেয়ে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারনে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। দ্রুত সুষ্ঠ সমাধানের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে ফিরে যাবেন বলে আমি আশাবাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!