ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ ছবিতুলি ডটকম

ছবিতুলি ডটকমের মাধ্যমে গ্রাহকরা তাদের বিভিন্ন ইভেন্টের ছবি তোলার জন্য খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত ফটোগ্রাফারকে ভাড়া করতে পারবেন। এছাড়া প্রফেশনাল ফটোগ্রাফার, কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী যারা ফটোগ্রাফির কাজ খুজে পাচ্ছেন না তাদেরকে সহজে কাজ খুজে পেতে সহযোগিতা করবে ছবিতুলি ডটকম।
এভাবে ফটোগ্রাফার ও গ্রাহক উভয়ের চাহিদা পুরণে মেলবন্ধন হিসেবে কাজ করবে www.chobituli.com ছবিতুলি ডটকম।

এছাড়াও তরুণ ফটোগ্রাফারদের বিশেষ ট্রেইনিং এর ব্যবস্থা করবে ছবিতুলি ডটকম।

ছবিতুলি ডটকমের প্রতিষ্ঠাতা আলিম আল রাজি শুভ বলেন- তরুণ ফটোগ্রাফারদের টিউশনি ও অন্যান্য কাজের বিকল্প হিসেবে ভূমিকা রাখবে ছবিতুলি ডটকম।
তিনি আরো বলেন- অদূর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে অনেক পেশা বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু ফটোগ্রাফি পেশা টিকে থাকবে।
তিনি বাংলাদেশের ফটোগ্রাফি পেশার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!