ভোলায় প্রথমবারের মত ডিজিটাল হাজিরা পদ্ধতি

ভোলা প্রতিনিধিঃ দ্বীপজেলা ভোলার তজুমউদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগ যুগ ধরে চলে আসা ছাত্র ছাত্রীদের হাজিরা পদ্ধতি এনালগ থেকে এই প্রথমবারের মত ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নতুন এ ধারার সূচনা করেছে তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ। খাতা কলমের পরিবর্তে উপস্থিতি গ্রহনের জন্য চালু হয়েছে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ। ডিজিটাল এই হাজিরা পদ্ধতির মাধ্যমে দৈনন্দিন ক্লাসের উপস্থিতি, মাসিক গড় হাজিরা বের করা, কলেজে প্রবেশ ও বের হওয়ার সময় ফিঙ্গার এর মাধ্যমে অবস্থান সম্পর্কে নিশ্চিত হবে কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকেরা। কলেজে গিয়ে দেখা গেছে, লাইব্রেরির পাশে একটি যন্ত্র বসানো। ক্লাস শুরু হওয়ার পূর্বে সেখানে ছাত্র ছাত্রী ও শিক্ষক কর্মচারীরা বিশেষ এই যন্ত্রের উপর আঙ্গুলের ছাপ দিয়ে ক্লাসে প্রবেশ করে। গত এক সপ্তাহ ধরে চলছে এই ডিজিটাল হাজিরা পদ্ধতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!