একুশ আমার এস.এম.জুবায়েদ ইবনে সাঈদ

একুশ আমার
এস.এম.জুবায়েদ ইবনে সাঈদ

একুশ আর একুশ নেই
শহিদ মিনারের মূল্য নেই।
শহিদ মিনার..!
সে তো আজ একটা পিলার
কেইবা মূল্য দিতে জানে তার?
কে আছো জোয়ান,
হও আগোয়ান
রুখতে হবে তাদের,
ঠিকাতে হবে মিনার।

এটা শহিদের সম্মান।
হে দুরন্ত,
জুতার ধুলি দিয়া তব
করো কেন অপমান?
এটা তো আমাদের ভাই,
আমাদের পূর্বপুরুষের সৃতির আখ্যান।

যারা মোদের জন্য ভাষা এনেছে কাড়িয়া
ফেলিয়া স্বাদ, ফেলিয়া সপ্ন-
নিজের সাধ্য দিয়া।
কি পেলো তারা, কি দিলাম তাদের?
পাইনি শান্তি,পাইনি সিট গনমঞ্চের।
রচনাকাল:১৯/০২/২০১৯ ইং
রাঘবপুর, সদর ময়মনসিংহ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!